আলমডাঙ্গা প্রাণীসম্পদ অফিস ও প্রাণী সম্পদ হাসপাতালের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল গোট উন্নয়ন মেলা অনুষ্টিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা প্রাণী সম্পদ অফিস চত্তরে মেলা উত্তর সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ সালমুন আহম্মদ ডন, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম।
প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বায়োজিত খন্দকারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভিটিআই এর সহযোগী অধ্যাপক নীলিমা ইব্রাহিমি, খাদ্য কর্মকর্তা মিয়াজান, উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা শামসুজ্জোহা প্রমুখ।
সভায়, কালিদাশপুর ইউনিয়নের পারকুলা গ্রামের উদ্যযোক্তা মোছাঃ মুক্তা খাতুন প্রথম পুরস্কার ও বেলগাছি গ্রামের উদ্যোক্তা ফারুক হোসেনকে দ্বীতিয় পুরস্কার প্রদান করা হয়েছে।
এ ছাড়াও উন্ননয়ন মেলায় অংশ গ্রহন কারি সকল উদ্যোক্তাদের সান্তনা পুরস্কার প্রদান করা হয়েছে।