দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি সীমান্তের খলিল গাইনের ছেলে চোরাকারবারীর গডফাদার মিলনগাইন বেপরোয়া হয়ে উঠেছে।
জানা গেছে, ফুলবাড়ি গ্রামের খলিল গাইনের ছেলে মিলন এলাকায় একসময়ের সোর্স হিসাবে পরিচিত ছিল। সেসময় মিলন প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ফুলবাড়ি সীমান্ত পথে আসা ভারতীয় বিভিন্ন অবৈধ মালামালের টাকা নিতো।দিনে দিনে মিলন জিরো থেকে হিরো বনে যেতে শুরু করে।এসময় টোল তোলা বাদ দিয়ে সে নিজেই জড়িয়ে পড়ে চোরাকারবারীতে। বিভিন্ন মাদক দ্রব্য,দামী দামী ব্রান্ডের মোবাইল ফোন,কসমেটিকস, ভারতীয় জুতা স্যান্ডেল,রুপার চোরাকারবারী করতে শুরু করে।বিজিবির তালিকাভুক্ত হয়ে সে কিছুদিন আত্মগোপনও করে।তার নামে বিভিন্ন মামলা আছে বলেও গোপনসুত্রে জানা গেছে।বর্তমানে চোরাকারবারীর গডফাদার মিলন আবারো বেপরোয়া হয়ে উঠেছে।সে বর্তমানে অপ্রতিরোধ্যভাবে চোরাচালানির ব্যাবসা করে আসছে। চোরাচালানির ব্যাবসা করে সে রাতারাতি অঢেল টাকার মালিক হয়ে ধরাকে সড়াজ্ঞান করছে। ফুলবাড়ী সীমান্তে চোরাচালানি বন্ধে চোরাকারবারীদের গডফাদার মিলনের বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।