সরকার ঘোষিত সাত দিনের লকডাউনের প্রথম দিনে গণপরিবহন চলাচল নিষেধ থাকা সত্বেও তা না মেনে বাস চালানোর অপরাধে এসবি সুপার ডিলাক্স এর চালক কে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাস্তায় বাস চালানো ও যাত্রী ওঠা নামা করা গণপরিবহন আইন ভঙ্গ হয়েছে এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকী এ জরিমানা আদায় করেন।
আদালত সুত্রে জানায়, এসবি সুপার ডিলাক্স নামের একটি দুরপাল্লার বাস-(ঢাকা মেট্রো-ব-১৫-৩৩৮০) মেহেরপুর থেকে যাত্রী নিয়ে কুষ্টিয়া যাবার সময় গাংনী বাজারে থাকা ভ্রাম্যমাণ আদালতের একটি টিম বাসটিকে আটক করেন। এসময় বাসের মধ্যে যাত্রী থাকায় বাস চালক অনিমেষ কে এক হাজার টাকা জরিমানা করেন। এসময় গাংনী থানার ওসি রজলুর রহমান ও তদন্ত ওসি সাজেদুল ইসলামসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।