করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আলমডাঙ্গা জনসচেতনতা গড়ে তোলার লক্ষে সাংবাদিকদের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল ও থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ করেন।
এসএসসি ৯৩ ব্যাচের সহযোগিতায় এ মাস্ত বিতরণকালে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহসভাপতি রহমান মুকুল, ইউনুস আলী মন্ডল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহ সম্পাদক রুনু খন্দকার, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, গোলাম সরোয়ার সদু, তানভীর সোহেল, নাহিদ হাসান, মুক্তার আলী, ৯৩ ব্যাচের বন্ধু সংগঠনের সভাপতি ফজজুল হক, জহুরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, সবাইকে সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বিনা কারণে শহরে ঘুরে না বেড়িয়ে ঘরে থাকুন। দরকারী কাজে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।