মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস, মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন বাংলাদেশ কৃষক লীগ কেদ্রীয় কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন।
দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কর্মদক্ষতার প্রেক্ষিতে কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত ও অন্তর্ভুক্তিকরণের পত্র গতকাল দুপুরে তিনি হাতে পেয়েছেন।
ওয়াসিম সাজ্জাদ লিখন গাংনী উপজেলার চিৎলা গ্রামের মোঃ গোলাম সরোয়ার এর ছেলে। ছাত্র বয়সে তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে আত্ননিয়োগ করেন।
ওয়াসিম সাজ্জাদ লিখনের এই প্রাপ্তিতে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে কৃতজ্ঞতা জানানো হয়েছে কেদ্রীয় কমিটির সভাপ্রতি ও সাধারণ সম্পাদকে।