কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের অভিযানে হেরোইনসহ আরিফুল ইসলাম পলাশ কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক এর নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আতিকুর রহমান জুয়েল, এএসআই মোঃ জাহিদুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দামুড়হুদা থানাধীন কুতুবপুর গ্রামস্থ আজাহার আলী অন্তর এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ আরিফুল ইসলাম পলাশ (২৭) কে আটক করে পুলিশ।
এ সময় আটককৃত আসামির নিকট থেকে ১৩ (তের) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত আসামি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সর্দারপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
আটককৃতআসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ক্রমিক নং-৮(ক) মামলা করা হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।