চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় গতকাল রবিবার সন্ধা ৭ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্ব এস আই আহম্মেদ আলী বিশ্বাস, এস আই মাজারুল, এ এস আই রওশন আলী এবং সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন ঘুঘুডাঙ্গা গ্রামের দর্শনা টু কার্পাসডাঙ্গা রোডের মোঃ রবিউল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন, দর্শনা থানার সুলতান পুর গ্রামের বাসিন্দা মোঃ ফিরোজ মিয়ার ছেলে সোনা মিয়া কাজল (লালু মিয়া ১৯) এবং মৃত শুকুর আলীর ছেলে মোঃ রেজাউল করিম রেজা (৪৭)।
পুলিশ জানায় আসামী ২ জনই চুয়াডাঙ্গা জেলার এবং আরও জানায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।