চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। মোট ২ জন মুদি ব্যবসায়ীকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ধার্য মূল্যের অতিরিক্ত মূল্য ধার্য করায় দুই মুদি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ২ টি মামলায় ২জন কে সর্বমোট ৬৫০০/-(ছয় হাজার পাঁচ শত টাকা মাত্র) অর্থদন্ড প্রদান করেন। একই সাথে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, যথাযথভাবে এবং নীতির উপরে ব্যবসা পরিচালনা করতে হবে না হলে তাদেরকে জরিমানার আওতায় আনা হবে। সহযোগিতায় ছিলেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট এবং সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের চৌকস দল। জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন তিনি।