দোয়েল পাখির মিষ্টি সুরে
মনটা ভরে যায়
ইচ্ছে আমার যাব আবার
সবুজ ঘেরা গায়।
শিশির ভেজা মেঠো পথের
পরশ নেবে পায়
উতাল হাওয়ায় ভাসিয়ে দেব
আমার কোমল কায়।
নীল আকাশে উড়ে বেড়ায়
রঙ্গিন পাখির ঝাঁক
মাঠের বুকে সরুপথে
থাকে শত বাঁক।
যে ঘাটেতে প্ল্লীবালা
কলসে নেয় জল
হিজলঝরা জলের সাথে
লহর করে ছল।