আল্লাহ্ তোমার মহিমা যত
দেখতে আছি দিন হয় গত
বাহাদুরী কেন করো তবে
চিরদিন আর রয়না ভবে
এই দুনিয়া রঙের খেলা
খেলবে তুমি যাইবে বেলা
অন্দকার আসিবে যখন
জ্ঞানের আলো জ্বাইলা তখন
ঐ আলোরই রাস্তা ধর
শুদ্দ করে কালেমা পড়
পেয়েছি তোমার মহিমায়
কলেমা করে বাঁচতে চাই।