খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন বলেছেন, করোনাকালীন সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আরো মানবিক হতে হবে।
তিনি বলেন, বর্তমান করোনাকালীন সময়ে তৃণমূল পর্যায়ে জণগনের জীবন-জীবীকা নিয়ে আমাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের সকল উদ্যোগকে কার্যকর করতে স্থানীয় রাজনীতিক, জনপ্রতিনিধি, সুধীজনদেরকে সম্পৃক্ত করতে হবে।
বিভাগীয় কমিশনার বৃহস্পতিবার (২০ মে) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও সুধীজনের সাথে করোনা সংক্রমন প্রতিরোধ ও সরকারের উন্নয়ন বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রফিকুল আলম।
এসময় জেলার সকল পর্যায় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন বলেন, প্রকৃত ভূমি ও গৃহহীনরা যেন প্রধানমন্ত্রীর দেয়া বাড়ী পায় সেই বিষয়ে সকলকে আরো সর্তক থাকতে হবে।