কুষ্টিয়ায় ট্রাক ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহর বাইপাস সড়কের মিনাপাড়া কালভার্টের ওপর ট্রাক ও পিকাপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে দুই গাড়ির ড্রাইভার ও হেলপার সহ মোট চারজন আহত হয়েছে৷
সংঘর্ষের পর কয়েকঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।
সংঘর্ষের পর পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে৷
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খুরশেদ আনোয়ার জানান, চাল বোঝাই একটি ট্রাকের সাথে আম বোঝাই একটি পিকাপের মুখোমুখী সংঘর্ষ হলে রাস্তার উপর ট্রাক ও পিকাপ আছড়ে পড়ে।এসময় আহতদের উদ্ধার করে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আমের পিকাপের চালক ময়মনসিংহের জাকির হোসেন বাবু ও চাউলের গাড়ির চালক চুয়াডাঙ্গা সদরের আলম হোসেন।
এদের মধ্যে চালের ট্রাকের চালক আলম হোসেন ও আমের পিকাপ চালক জাকির হোসেন বাবুর অবস্থা আশোংকাজনক বলে জানান তিনি।