ফিলিস্তিনে জ্বলছে আগুন
পুড়ছে আমার ভাই,
বিশ্ব মুসলিম জেগে ওঠো
আর যে সময় নাই ৷
দরদ মনে ফিলিস্তিনে
ফরাও তোমার কান,
জালিমেরা নির্বিচারে
মারছে মুসলমান ৷
বাঁচার জন্য নারী-শিশু
করতেছে চিৎকার,
মানবতার ঘোষকেরা
সবাই নির্বিকার ৷
আপন বলে বলিয়ান হও
বাঁচাও তোমার ভাই,
তা না হলে বিশ্ব মুসলিম
পুড়ে হবে ছাই ৷
এই মুহূর্তে জুটি বেঁধে
শক্ত করো হাত,
ভঙে ফেলো মানুষ খেকো
জালিমের বিষদাঁত ৷