ছোট বেলায় দেখতাম আমি
মাঠে খেলতো সবাই
এখন আসছে মোবাইল গেমস
মাঠে কেহ নাই।
মা বকতো ঘরে থাকতে
বাইরে কিসের খেলা?
কেউ এখন বাইরে যায়না
ঘরে কাটে বেলা।
মোবাইল ফোনে গেমের বাহার
বাইরে যাবে কেন?
মোবাইল পেয়ে বাচ্চারা সব
চাঁদ পেয়েছে যেন।
আবার ফিরে পেতে চাই
মধুর দিনগুলি
সবাই মিলে খেলতাম ফুটবল
হা-ডু-ডু আর ডাংগুলি।