ফান হাতে সব নষ্ট হলো
বড় স্নেহের বাপজী,
দিন-রজনি কাটছে খেলে
ফ্রি ফ্রায়ার আর পাবজী।
গমের নেশায় মত্ত হওয়ায়
কমছে চোখের জ্যোতি,
করোনাটা কেড়ে নিলো
পড়ালেখার গতি।
অগ্নিশর্মা হয়ে ওঠে
গম খেলাতে হটালে
অনলাইনে পড়ছি বলে
চাখ তুলে নেয় কপালে।
আবার কবে আসবে সুদিন
মন দেবে সব পাঠে!
দখবো না আর ফোনটা হাতে
গমেতে ক্ষণ কাটে।