মেহেরপুর জেলায় আগামীকাল মঙ্গলবার থেকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ জনসাধারণের চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরী সেবা সমূহের প্রতিষ্ঠান গুলো স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে পারবে।
আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এক জুম মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান। জেলায় করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
আগামীকাল থেকে দুই সপ্তাহ মেহেরপুরে কঠোর বিধি নিষেধ আরোপ
মেহেরপুরের ৩টি গ্রাম (হিন্দা, তেতুলবাড়ীয় ও আনন্দবাস) লকডাউন