বউটা পেলেই জান হয়ে যায়
মা হয়ে যায় পর
এমন পুরুষ আছিস যারা
একটু হিসেব কর।
তোকে ভবে আনতে যে মা
তীব্র ব্যথা সয়
তারে ব্যথা দিতে যে তোর
কেমনে মনে কয়?
তোর কারণে কত শত
রাত জেগেছে মা
সময় ফুরার আগে গিয়ে
ধর না মায়ের পা।
বউকে ভালো বাসতে হবে
মাকে ফেলে নয়
মায়ের পায়ের নিচে বেহেশত
হাদিস কোরান কয়।