করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী।(ইন্না……রজিউন)
মঙ্গলবার ভোর রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয়।
হায়াত আলী পিরোজপুর গ্রামের মৃত মোহর আলীর ছেলে।তিনি দির্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন।
হঠাৎ তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে করোনা টেষ্ট করা হলে পজেটিভ আসে।
করোনা পজেটিভ হলে ৪ দিন ধরে তাকে করোনা চিকিৎসা করা হয়।
তবে চিকিৎসা চলাকালীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।
এদিকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্য সকলের মত সরকারী ভাবেই গার্ড অব অনার প্রদান করা হবে বলে জানান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম।
আজ দুপুর বারোটার সময় বীর মুক্তিযোদ্ধার লাশ গার্ড অব অনার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধ্ কমিটি।