ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনা পরিস্থিতির সংক্রমণ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী লক-ডাউনে কর্মহীন হয়ে পড়েছে খুদ্র চা দোকানী ব্যবসায়ীরা। দরিদ্র, অসহায়, এই সব চা দোকানীদের মানবিক সহায়তায় সরকারি অনুদান হিসাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সাফদারপুর ইউনিয়ন পরিষদে এলাকার ৬২ জন চা দোকানীর মাঝে নগদ অর্থ বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চা দোকানীদের মাঝে ২ হাজার ৫’শ টাকা নগদ সহায়তা তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ওহেদ আলী , ইউনিয়ন পরিষদ সচিব নাছরিন খাতুন, সংশ্লিষ্ট ইউপি সদস্য, হাবিবুর রহমান, ইউপি সদস্য হোসেন আলীসহ সুবিধাভোগীরা।
এই সময় ইউপি চেয়ারম্যান করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।