কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রবিবার ভোরের দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া বিআরবি’র সামনে বেপরোয়াগামী মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিজাম উদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা। তিনি বিআরবি ইন্ডাস্ট্রির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন। আজ সকালেও হাঁটতে হাঁটতে বেড় হয়েছিলেন। বিআরবি এর সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়াগামী মাইক্রোবাসে তাকে ধাক্কা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থালেই তিনি মারা যান। এ সময় মাইক্রোবাস টি নিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে মাইক্রোবাসটি আটক করে।
পরে পুলিশ এসে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।