চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জেলার দর্শনা টু মুজিবনগর সড়কের গলাই দড়ি ব্রীজটা যেন মৃত্যর ফাঁদে পরিনত হয়েছে।গত ৬ আগষ্ট শুক্রবার রাতে ১০ চাকার সিমেন্ট ভর্তি ট্র্যাকটি গলাইদড়ি ব্রীজের উপর দিয়ে গেলে ব্রীজটির ডেটিং ভেঙ্গে যায়। এই ক্ষতিগ্রস্ত ব্রীজটির ধারন ক্ষমতা মাত্র ১০ টন যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে মৃত্যর ফাঁদে পরিণতি হতে পারে। ব্রীজটি প্রায় ১১১ মিটার লম্বা প্রতিদিন গড়ে প্রায় দর্শনা মুজিবনগর সড়কে ঢাকা কোচ ২০ টি ১০ চাকার ট্র্যাক অগন্তি ছোট খাটো গাড়ির অভাব নেই। ব্রীজটির মেরামতের কাজ দাসারা ভাবে চলছে বলে অভিযোগ তুলছে সাধারন মানুষ।ব্রীজটি জুড়া তালি দিয়ে লম্বালম্বি ভাবে ব্রীজটির মাঝ দিয়ে মোটর সাইকেলের চাকা এই সংযোগের মধ্যে পড়লেই চালক ভারসাম্য হারিয়ে ফেলেন।অনেক সময় স্লিপ কাটলেই নিয়ন্ত্রণ হারান চালক। ব্রীজটি ভালো করে মেরামত না করলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দৃর্ঘটনা।