আলমডাঙ্গায় মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এরশাদপুর হাইস্কুল মাঠে মেয়র কাপ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু।
ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র হাসান কাদির গনু বলেন, এই টুর্নামেন্টের আয়োজন ছিল আমার নির্বাচনী অঙ্গীকার। যুব সমাজ ধংসের হাত থেকে রক্ষা পেতে হলে খেলায় গুরুত্ব দিতে হবে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মন-মানসিকতা অনেক ভালো হয়। সকলকে খেলায় মন দিতে হবে।
মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, বিশেষ অতিথি ছিলেন এরশাদপুর ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফ্ফার, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, ক্রিয়া সম্পাদক বাবলুর রহমান, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সামিম রেজা, এরশাদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামিম হোসেন, আবুল কালাম আজাদ, সাবেক গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা জাফরউল্লাহ, রাজাবুল হক মনা।
এছাড়াও আলমডাঙ্গা মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজক হিসাবে উপস্থিত ছিলো রুহুল, মানিক, রাজু, সিহাব, আশিক, সাইফুল, স্বাধীন, সুজন,
টুর্নামেন্টে পর্যায়ক্রমে ১৬টি দল অংশগ্রহণ করবে। প্রতিদিন দুইটি করে দলের খেলা হবে। উদ্বোধনী দিনে পৌর এলাকার স্টেশন পাড়ার এসএম বনাম কুমারি ইউনিয়নের কুমারি স্পোর্টিং ক্লাব দলের মধ্যে খেলা হয়।