দামুড়হুদায় ১২ কেজি রুপার গহনাসহ নাজমুল হক কে (১৯) আটক করেছে বিজিবি। রোববার সকাল ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী ছয় ঘরিয়া গ্রামের সড়কের উপর থেকে এই রুপার গহনা ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল হক উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মৃত আক্তারুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান আজ বিকাল সাড়ে ৪টার দিকে প্রেসবিজ্ঞতিতে জানান, ভারত থেকে রুপার একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিতিত্বে উপজেলার বড়বলদিয়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ছয় ঘরিয়া গ্রামের সড়কের ধারে ওত পেতে থাকে।
এমন সময় সকাল ৭টার দিকে একটি মোটরসাইকেলে ৩জনকে আসতে দেখে তাদের গতিরোধ করে।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা তার ২জন সহযোগি পালিয়ে গেলেও নাজমুল হক কে মোটরসাইকেল সহ আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যগ তল্লাশি করে ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ওজনের ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনার মূল্য ষোল লক্ষ ছাপান্ন হাজার দুইশত নয় টাকা। আসামীসহ আটককৃত চোরাচালানী মালামাল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।