চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ স্বামী স্তী এবং দুই লিটার চোলাই মদ সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় শনিবার বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্ব এস.আই সুমন্ত বিশ্বাস, এ.এস.আই আনোয়ারুল, এ.এস.আই সিদ্দিক, এ.এস.আই নাসরিন এবং সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন প্রতাপপুর (পশ্চিম পাড়া) গ্রামের আঃ মজিদ এর বসত বাড়ির সন্নিকটে পাকা রাস্তার উপর থেকে ২৩ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী শাহিন (৪০) পিতা মোঃ শামসুল আলম, মোছাঃ এলিমি খাতুন(৩৫) পিতা মোঃ শাহিন উভয়ই চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এস আই সুমন্ত বিশ্বাস বাদি হয়ে ১৯৭৪ সালের মাদক আইনে মামলা দায়ের করেন।
অপর দিকে দুপুর ১২ টার দিকে এস.আই নাসির উদ্দীন এবং সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন দর্শনা টু জীবননগর হাইওয়ে রোড আকন্দবাড়ীয়া গ্রামের কেরু’জ জৈব সার কারখানার মোর পাকা রাস্তার উপর থেকে দুই লিটার চোলাই মদ সহ আসামি স্বপন (২২) ঢাকালী পাড়া গ্রামের ওয়ার্ড নং ৩ এর পিতা বষ্টি দাসের ছেলে, ২/ মোঃ মিজানুর রহমান (২৭) ঝিনাইদহ জেলার কালীগঞ্জের পিতা মোঃ তাহের মন্ডলের ছেলে। পুলিশ জানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।