মেহেরপুরে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় একটি পরিত্যাক্ত টাংকি থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। গন্ধগোকুলটি শহরের জেআর কাউন্টার এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টাংকিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগ কর্মকর্তাকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় বন বিভাগ কর্মকর্তা জাফর উল্লাহ উপস্থিত ছিলেন।