মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নার্সের অবহেলায় নুরুল ইসলাম নামের ৪৫ দিন বয়সী এক শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
নুরুল ইসলাম মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ধর্মচাকী গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
তার পারিবারিক সূত্রে জানা গেছে গত চারদিন আগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নুরুল ইসলামকে ভর্তি করা হয়। এতদিন ঠিকঠাক চিকিৎসা চলছিল আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে ডিউটি রত নার্স নার্গিস আক্তারকে বিষয়টি অবহিত করলে তিনি বিষয়টি এড়িয়ে যান, এবং ওই ওয়ার্ডেই কর্মরত আয়া রোকসানাকে বিষয়টি দেখতে বলে। এসময় রোকসানা শিশুটির অক্সিজেন খুলে দেয় এর কয়েক মিনিট পরে শিশুটির মৃত্যু হয়।
এদিকে ডিউটিরত নার্স নার্গিস আক্তার বলেন আমাদের অবহেলা করার সুযোগ নাই, বাচ্চাটার অবস্থা আশঙ্কাজনক শুনে আমি সেখানে গিয়েছি যে দেখি বাচ্চাটা মারা গেছে।
কর্তব্যরত চিকিৎসক সউথ কোভিদ বলেন, বাচ্চাকে বেশ কয়েকদিন ধরে ভর্তি রয়েছে। আমরা ঠিকঠাক দেখাশোনা করেছি। আজ রাত সাড়ে নয়টার দিকে আমি শুনতে পেলাম বাচ্চাটির সমস্যা দেখা গিয়েছে আমি তাড়াহুড়ো করে সেখানে যে দেখি বাচ্চাটা মারা গেছে। এর আগে নার্সরা অবহেলা করেছে কিনা সেটা আমার জানা নাই।