আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষ্যে মেহেরপুরে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ মেহেরপুর প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।
দি এশিয়া ফাউন্ডেশন ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগীতায় সুশাসনের জন্য নাগরিক ( সুজন) এর স্থানীয় গাংনী উপজেলা শাখা গোল টেবিল বৈঠকের এ আয়োজন করে। জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফেরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।
গাংনী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আবু সাদাত মেঃ সায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশে অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেন।
উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, সহ-সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী হেলালাউদ সাংবাদিক জুলফিকার আলি কানন, আবু সাঈদ, রফিকুল আলম, সুজন নেতৃত্ববৃন্দসহ,জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে জেলা তথ্য অফিসার তথ্য সম্পর্কিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।