বাইরে অনেক ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে নাকে,
কিন্তু আমি দেখছি না ফুল কারণ আমি বন্দি ঘরে।
বাইরে অনেক পাখির মেলা কিচিরমিচির শুনছি কানে,
কিন্তু পাখির দেখছি না রূপ কারণ আমি বন্দি ঘরে।
বাইরে প্রিয় ব্রহ্মপুত্র দুইপাশে তার গাছের সারি,
কিন্তু আমি দেখছি না নদ কারণ আমি বন্দি ঘরে।
বাইরে বিশাল সুনীল আকাশ বুঝতে পারি অনুভবে,
কিন্তু আকাশ হয় না দেখা কারণ আমি বন্দি ঘরে।
কেউ এসো না আমার কাছে যতই ভীষণ থাক প্রয়োজন,
না দেখে খুব কষ্ট পাবে কারণ আমি বন্দি ঘরে।
এই ক’দিনের বন্দি থাকা হয়তো আমায় বাঁচতে দিবে,
তখন এসো এখন বারণ কারণ আমি বন্দি ঘরে।
ভালোবাসা খুন হয়ে যাক খুন হয়ে যাক সকল আশা,
জানলা কপাট খুলবো না আর কারণ আমি বন্দি ঘরে।
কেন আমি বন্দি আছি? যম করোনা রুখতে গিয়ে,
তোমরা সবেও বন্দি থাকো কারণ আমিও বন্দি ঘরে।