মরুর বুকে জন্মে ছিল
ইসলামের বুলবুল,
যাঁর পরশে পেল ধরা
শ্রেষ্ঠ মানবকূল।
ধুলিরধরা ওঠলো মেতে
ফুটলো সুখের ফুল,
বনের পশু চিনতে তাঁকে
করলো নাকো ভুল।
মানুষ হয়ে আজকে আমরা
কেমনে ভুলে যাই!
সুখের তরী পাওয়ার জন্য
আদর্শ তাঁর চাই।
দো-জাহানের সর্দার তিনি
আমায় করবেন পার,
শেষ বিচারে পার পাবো না
শাফায়াতহীন তাঁর।