মেহেরপুর পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় যুবকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে শহরের মল্লিকপাড়াস্থ রাজিব তার অফিস কক্ষে মেহেরপুর শহরের পুলিশ লাইন পাড়ার যুব সম্প্রদায়ের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব উপস্থিত থেকে যুব সম্প্রদায়ের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এসময় তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, যুব-সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে, তাই আমরা চেষ্টা করছি যুব সমাজের পাশে থাকতে। শুধু ক্রীড়া সামগ্রী নয়। যুব সমাজকে ভাল রাখতে সব ক্ষেত্রেই আমি তাদের পাশে ছিলাম আগামীতেও থাকব।