ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুনর্বাসনের লক্ষে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সমাজ কল্যান মন্ত্রণালয়ের ‘ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় উপজেলার আটজন ভিক্ষুকের মাঝে এই ছাগল দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। ছাগল ছাড়াও তাদেরকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলি রাণী উপস্থিত ছিলেন।