ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া জেলা দাবালীগের উদ্বোধন করা হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। পরে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক।
বুধবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে ১ টা পর্যন্ত প্রথম রাউন্ড ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ৩ দিন ব্যাপী এ লীগে বিভিন্ন উপজেলার ১২ টি দাবা দলের প্রায় ৭২ জন অভিজ্ঞ নবীন এবং প্রবীণ দাবাড়ুু অংশ গ্রহণ করবেন।