ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের মরহুম আব্দুর রহমান বিশ্বাসের ১৪তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ২০০৮ সালের ২২অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন। তিনি দৈনিক ইত্তেফাক এর সিনিয়র সাব-এডিটর ও ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি ও ডিইউজের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ও ঝিনাইদহ প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি শাহানুর আলমের বাবা। আব্দুর রহমান বিশ্বাস ছিলেন একজন দানশীল এবং সমাজ সেবক। তিনি ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাতুড়িয়া উত্তর পাড়া জামে মসজিদ ও ভাতুড়িয়া স্পোটিং ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে অনন্য অবদান রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা গুড়পাড়া ভাতুড়িয়া জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।