তিক্ত কথায় সভা নষ্ট ,
ফসল নষ্ট শিলে ।
ঘোরাফেরায় ছাত্র নষ্ট ,
কাঁঠাল নষ্ট কিলে ।
অতি খাওয়ায় পেটটা নষ্ট ,
ময়লায় নষ্ট নদী ।
উৎপীড়নে রাজ্য নষ্ট ,
নষ্ট রাজার গদি ।
মেয়াদ শেষে পণ্য নষ্ট ,
আলপথ নষ্ট জলে ।
রোদে- কাটা সবজি নষ্ট ,
বরফ নষ্ট গলে ।
নষ্ট চিন্তায় সমাজ নষ্ট ,
নষ্ট সবার মাথা ।
নষ্ট মাথা পষ্ট করতে
নষ্ট হল ছাতা ।