বিষন্ন মন!
এক আকাশ স্বপ্ন ভাঙ্গার গান,
শেকল পড়ার রুমঝুম শব্দ,
নিঃস্তব্ধ রাত্রি।
কয়েকটি দীর্ঘশ্বাস, কিছু হু-হতাশ
নির্ঘুম রাতে ভিজে বালিশ।
মুক্তির আশায় ডানা ঝাপটায়,
কিছু পালক খসে চার দেয়ালের বাধায়।
অন্ধকারের ভয়ে দেই চিৎকার।
কেউ না শুনে, তবুও প্রতিধ্বনি ফিরে
চারদেয়ালের কোণে।