মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেছসহ আওয়মীলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ।
আজ সোমবার বিকেলে গাংনী ফুটবল মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও সদ্য জামিনপ্রাপ্ত নেতা হাফিজুর রহমান মকলেছ।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল বলেন, মকলেছের মনোনয়ন ঠেকাতে আওয়ামীলীগের কতিপয় নেতার দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা দিয়েছে। মকলেছের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান ও তার মদদ পুষ্টরা এ ধরণের ন্যাক্কারজনক কার্যক্রম করেছে যা ইউনিয়নবাসী মেনে নিতে পারছেন না। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত এসব নেতা কর্মীদের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার না করা হবে ততোক্ষণ পর্যন্ত ইউনিয়নের কোন নেতাকর্মী নৌকার ভোট করবে না।
অনুষ্ঠানে কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। পরে মোটর সাইকেল শোভাযাত্রাসহ নিজ গ্রাম রাইপুরে গমন করেন হাফিজুর রহমান মকলেছ।