মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়।
(৪ নভেম্বর) বৃহস্পতিবারসকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সম্মেলন কক্ষে স্টেশন অফিসার( ভারপ্রাপ্ত) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জামাল উদ্দিনের সভাপতিত্বে,এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, হরিণাকুন্ডু পৌরসভা প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যবৃন্দ প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকাণ্ড, সড়ক দূর্ঘটনাসহ দুর্যোগে মানুষের সেবা করে যাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। সাহসী এই কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।