জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ঝিনাইদহের সব রুটে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, একবারে তেলের দাম ১৫ টাকা বৃদ্ধি দেশের ইতিহাসে কখনো হয়নি। ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এটা হয়েছে। তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।
এদিকে জ্বালানী তেলেরে দাম বৃদ্ধির ফলে বাস, থ্রি-হুইলারসহ যাত্রীবাহী যানবাহনের ভাড়া ৫-১৫ টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এর আগে বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকায় নির্ধারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।