ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৮ নভেম্বর)সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,
এছাড়াও উপস্থিত ছিলেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দীন,সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা সেলিম আহামেদ,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা.জামিনুর রশিদ,থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল রহিম মোল্লা, প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু,ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম (শিলু),মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন,
কৃষি অফিসার হাফিজ আল হাসান, ভিআর ডিবি কর্মকর্তা আমজাদ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, মৎস্য কর্মকর্তা(অতিরিক্ত দ্বাঃ)রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,সমাজসেবা অফিসার শিউলি রানী,সমবায় অফিসার মোছাঃ কামরুন্নাহার, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,রাকিবুল ইসলাম রাসেল, ছমিরুল ইসলাম, গোলাম মোস্তফা,মনজুর আলম মনজের, শরাফত দৌলা ঝন্টু প্রমূখ।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, সমাজ থেকে চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী ও শিশু নির্যাতন,বাল্যবিবাহ সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।