জেলা তথ্য দপ্তরের আয়োজনে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনগনকে সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
সমাবেশটি সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।