আমি দৃপ্তকণ্ঠে বলি
আমার জন্ম বাংলায়,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
আমি ভূলব না তোমায়।
কত মানুষের রক্তেমাখা
সোনালী সূর্যের ভোর,
একসাথে সব হাত মিলিয়ে
সব জঞ্জাল করিব দূর।
আমি বাংলার আকাশে
উড়াইয়া রঙ্গিন ঘুড়ি,
মুক্ত রবে আকাশে বাতাসে
মায়ার বাধন ধরি।
জীবনের মায়া ভূলে গেছি
দেখেছি হানাদার যখন,
যুদ্ধ ঘোষণা করে দিয়েছি
রেখেছি চাঙ্গা মন।
তখনো পারেনি কেরে নিতে
বাংলা মায়ের হাসি,
এখন কি করে পারবে বলো
আমরা- মাকে ভালোবাসি।।