চুয়াডাঙ্গার দর্শনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত হয়েছে। পুলিশ ঘাতক ছেলে ইদ্রিস (৩৮) কে আটক করেছে। আজ রবিবার বেলা পৌনে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্ৰামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ ২১ নভেম্বর রবিবার সকাল পৌনে ১১টার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্ৰামের জামাল মল্লিকের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে ইদ্রিস আলী স্নানরত অবস্তায় মা খদে বানু (৬৫)কে বালিধারা (লাঠি) দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় খদে বানুকে দর্শনার স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে ইদ্রিস আলীকে আটক করে দর্শনা থানায় নেয় এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলে ইদ্রিস আলী কে আটক করা হয়েছে এবং নিহত খদে বানুর লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।