ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলাতে পরিষদ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ নভেম্বর)সকাল ১১টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন এর সভাপতিত্বে,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন,হরিনাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মহিউদ্দীন মাষ্টার,প্রেস ক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু, সাধারন সম্পাদক এইচ মাহাবুব মিলু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,মঞ্জুর আলম,গোলাম মোস্তফা,ছমির উদ্দীন,মোহাম্মদ আলী,শরাফত দৌলা ঝন্টু,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা অফিসার শিউলি রানী,সমবায় অফিসার মোছাঃ কামরুন্নাহার,কৃষি অফিসার হাফিজ হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা মশিউর রহমান,নির্বাচন কর্মকর্তা মোঃ নূর উল্লাহ সহ পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে মতামত পেশ করা হয়।