হেমন্ত আজ ডাক দিয়েছে কাটতে পাকা ধান
কিষাণ মজুর কই রে তোরা কাস্তে সাথে আন।
আমন ধানের গন্ধ শুঁকে মন খুশিতে গায়,
বছর ঘুরে গায়ের বধু তাইতো নাইয়র যায়।
কাটলো চাষী মাঠের সোনা ভরলো গোলাঘর,
হাসলো বধু নোলক নেড়ে অনেক দিনের পর।
নাচলো ঢেঁকি, দুললো কোমর, ভুললো বধু দুখ,
নতুন ধানের পিঠা পায়েস আনলো নতুন সুখ।
বাংলা মায়ের হেমন্ত আর নবান্ন উৎসব
কাটা ধানের মাঠের দেশে জাগায় কলরব।
জাগায় প্রাণে শীতের আমেজ শিশির ভেজা ঘাস,
জাগায় প্রাণে নতুন আশা জমজ দুটি মাস।
সোনার বরণ এই ঋতু আর স্বপ্ন ছোঁয়া মাঠ
নয়কো শুধুই একটি ঋতু, একটি রূপের হাট।
নয়কো শুধুই নবান্ন আরক শীতের পূর্বাভাস
এই ঋতু যে বাংলামায়ের স্বপ্ন পূরণ আশ।
এই ঋতু যে অন্ন জোগায়, স্বপ্ন বোনে আর
এই ঋতু যে বাঁচতে শেখায়, নামায় দুখের ভার।
এই ঋতুতেই এই আমিটা স্বপ্ন বুনি রোজ
একলা পথে চলতে শিখে জীবন করি খোঁজ।