ধান পেকেছে, ফসলের মাঠে
কৃষকের মুখে হাসি,
গোলা ভরবে, সোনালী ধানে
কৃষাণী অনেক খুশি।
শিশির কণা, দেখছে চেয়ে
সূর্যিমামা ঐ হাসে,
শীতের কাপনে, বুড়ো হাবলা
একটু হলেও নাচে।
ভোর সকালে, রঙিন পিঠা
বানায় গায়ের বঁধু,
গামছা মাথায় হেঁটে চাচা
নিয়ে আসে মধু।
গোলা ভরেছে নতুন ধানে
উৎসব বাড়ি বাড়ি,
ঘরের বধুকে কথা দিয়েছে
আনবে নতুন হাড়ি।।