কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল শুক্রবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখসহ প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেয়। পরে তাদের মাঝে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়।