কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন এইড ফাউন্ডেশনের এসইএস-ডিসিবি প্রকল্প। জাতীয় ও আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্থান থেকে আসা শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম এইড ফাউন্ডেশন;র প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীনসহ অন্যান্যরা।