মোমের ভিতরে সুতোর সলতে
আমার ভিতরে তুমি ঠিক তাই,
আমি মোম হয়ে আগলে রাখি তোমাকে
আমার এ গহীন সীমানায়।
তুমি বললে-
ওহে মোম, তুমি কেন গলছো?
আমি বললাম- হৃদয়ে যার রাজত্ব
সেই তুমি কেন জ্বলছো?
কী করবো বলো তুমি পুড়লে অবিরত
আমার কান্নার জল যেন অবধারিত।
সময়ের সাথে কখন যে আমরা-
মোম ও সুতোর একাত্মতায়
হয়েছি গেছি মোমবাতি,
তারপর থেকে জ্বলছি-পুড়ছি-গলছি
তবু চলো এভাবেই বাঁচি সান্ত্বনায়
সামান্য হলেও আলো পাচ্ছে মানুষ জাতি।