দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে ২ দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২১ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
বুধবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুল-কলেজের ছেলে মেয়েদের বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক উপস্থিত বক্তৃতা ও মেলার স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থাপিত প্রকল্প মুল্যায়ন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার চলছে, বাংলাদেশকে এখন একটি ডিজিটাল সোনার বাংলায় রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। আজকে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী প্রযুক্তি দেখে আমি মুগ্ধ। তারাই এই সোনার বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র হয়ে দেশ ও জাতির সেবা করবে। আমি তোমাদের সফলতা কামনা করি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশীদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন প্রকল্প অফিসার শামসুন্নাহার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী।
বিজ্ঞান মেলায় বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তরা হলো বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা (জুনিয়র গ্রুপ) ১ম স্থান অধিকার করেছেনঃ নিসরাত জাহান তুলি, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ। ২য় স্থানঃ ফাবরিনা আক্তার শান্তনা, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ।৩য় স্থানঃ খাদিজাতুল কোবরা, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ।
বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা (সিনিয়র গ্রুপ) ১ম স্থান অধিকার করেছেনঃ জান্নাতুল ফেরদৌস, দর্শনা সরকারি কলেজ। ২য় স্থানঃ শাহরিয়ার সাঈদ, দর্শনা সরকারি কলেজ। ৩য় স্থানঃ ফাতিমা বিনতে আফতাব, দর্শনা সরকারি কলেজ।বিষয় ভিত্তিক উপস্থিত বক্তৃতা (জুনিয়র গ্রুপ) ১ম স্থান অধিকার করেছেন মো আবু সিয়াম, মদনা মাধ্যমিক বিদ্যালয়। ২য় স্থান ফারহানা আক্তার শোভা, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ।
৩য় স্থান নুসরাত তাহসিন, কেরুজ উচ্চ বিদ্যালয়, দর্শনা। বিজ্ঞান বিষয়ে উপস্থিত বক্তৃতা (সিনিয়র গ্রুপ) ১ম স্থান অধিকার করেছেন মেহবুবা হান্নান মোহিনী, দর্শনা সরকারি কলেজ।২য় স্থান তাসলিমুল ইসলাম, দর্শনা সরকারি কলেজ।৩য় স্থান ফাতেনা বিনতে আফতাব, দর্শনা সরকারি কলেজ।মেলায় উপস্থাপিত প্রকল্প মুল্যায়ন (জুনিয়র গ্রুপ) ১ম স্থান অধিকার করেছে কেরুজ উচ্চ বিদ্যালয়।
২য় স্থান দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ। ৩য় স্থান মদনা মাধ্যমিক বিদ্যালয়।মেলায় উপস্থাপিত প্রকল্প মুল্যায়ন (সিনিয়র গ্রুপ) ১ম স্থান অধিকার করেছে দর্শনা সরকারি কলেজ। ২য় স্থান আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রী কলেজ, দামুড়হুদা। ৩য় স্থান কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজ, কার্পাসডাঙ্গা। সভাপতির সমাপনী বক্তব্যর মাধ্যমে মেলার সমাপ্ত ঘোষনা করা হয়।