অভাবে নষ্ট হয়েছে স্বভাব
হারিয়ে ফেলেছে আক্কেল!
পচনধরা সেই মনের দেহে আঘাত করে –
লজ্জা পায় ইটপাটকেল।
হুঁশ ডুবেছে তুষের গাদায়
জ্বলেপুড়ে হতে ছারখার!
মান-মর্যাদা বেকুব হয়ে ক্ষমতাকে দেখে –
ছলের, কৌশল নিতে ধার।
আদব লুকানো ঝোপ-ঝাড়ে
মানতে না-পেরেই অপমান!
চাই আর খাই-খাই করতে থাকা চাহিদার –
তাণ্ডবে – লণ্ডভণ্ড সম্মান।